ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা জাতীয় করণের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শিক্ষা জাতীয় করণের দাবিতে বরিশালে মানববন্ধন শিক্ষা জাতীয় করণের দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান ও শিক্ষা জাতীয় করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।  

বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশেনর উদ্যোগে শনিবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়।

এতে বিভিন্ন জেলা উপজেলা ও স্কুল কলেজের শিক্ষক, কর্মচারীরা অংশ নেন।

ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ হোসেন তালুকদারসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।  

তারা বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধগতি হলেও বেসরকারি শিক্ষকদের জীবনমান নিম্নমুখী। বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক কর্মচারীরা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায়, উৎসব বোনাস দেওয়া হয় মাত্র ২৫ ভাগ। তাদের দাবি, সরকারি স্কুল কলেজ, মাদরাসার মত তাদেরকেও ভাতা দিতে হবে। অন্যথায় আগামী জানুয়ারি থেকে শিক্ষকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।