ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে শীতকালীন ছুটি বাতিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
জাবিতে শীতকালীন ছুটি বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান।

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

রহিমা কানিজ বলেন, ‘করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। ’

তিনি বলেন, এ সময়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সব প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।

প্রসঙ্গত, করোনার প্রকোপের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয় কর্তৃপক্ষ। পরে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।