ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্র সংসদ নির্বাচনে সহযোগিতা করা হবে: শিক্ষামন্ত্রী

পার্লামেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২
ছাত্র সংসদ নির্বাচনে সহযোগিতা করা হবে: শিক্ষামন্ত্রী

সংসদ ভবন থেকে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করি।



বৃহস্পতিবার জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাবের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্তের ওপর ছাত্র সংসদ নির্বাচন নির্ভরশীল নয়। বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা কমিটি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগ নিতে পারে। তারা উদোগ নিলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ’

নাটোর-৩ আসনের এমপি জুনাইদ আহমেদ পলক তার সিদ্ধান্ত প্রস্তাবে বলেন, দেশের সব সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা হোক।

এর ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। সেখানে কোনো ছাত্র সংসদ নেই। অথচ আমাদের ছাত্র রাজনীতির অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি এসব প্রতিষ্ঠানে নির্বাচন হচ্ছে না। এটা দু:খজনক। এ বিষয়ে সরকারের এগিয়ে আসা প্রয়োজন। ’

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু পলকের সিদ্ধান্ত প্রস্তাব সমর্থন করে বলেন, ‘অনেকে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেন। অথচ তার আমলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। ’

মো. ইসরাফিল আলম ও শহীদুজ্জামান সরকারও পলকের প্রস্তাব সমর্থন করেন।

এরপরই বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এক্ষেত্রে ছাত্র সংসদগুলো বড় ভুমিকা পালন করতে পারে। ’

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একেবারে নির্বাচন হচ্ছে না তা নয়। এই মুহুর্তে আমার কাছে তথ্য রয়েছে, ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে নির্বাচন হয়েছে। সেখানে ছাত্র সংসদ কাজ করছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে স্কুলগুলোতে ছাত্র পরিষদ গঠন করা হয়েছে। সেখানে ছাত্ররাই সবকিছুর দায়িত্ব পালন করেছেন। আমরা চাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। ’

এদিকে মন্ত্রীর আশ্বাসের পর জুনাইদ আহমেদ পলক তার সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।