ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

‘নগদে’ পরিশোধ করা যাচ্ছে ঢাকা কলেজের সব ফি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
‘নগদে’ পরিশোধ করা যাচ্ছে ঢাকা কলেজের সব ফি নগদের সঙ্গে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

ঢাকা: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের সব ধরনের ফি এখন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

এর ফলে দেড় শতাব্দী প্রাচীন কলেজটির ১২ হাজার শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে যেকোনো স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নগদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনার এই সময়ে সেবাটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আরও উপযোগী হবে। শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বেতন ব্যবস্থাপনাকেও আরও সহজ এবং সাশ্রয়ী করবে ‘নগদ’। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অপারেটর নগদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাচীনতম কলেজটি। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন এবং নগদের হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহায়েল এস তাসনিম।

ফি পরিশোধ করতে ‘নগদ’ অ্যাপের পে-বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে ঢাকা কলেজ নির্বাচন করে তথ্য, টাকার পরিমাণ ও পিন দিয়ে বেতন পরিশোধ করা যাবে। ফি দেওয়া হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ ফি পরিশোধ সহজ করার জন্য ফি পরিশোধের প্রয়োজনীয় তথ্য অ্যাপে সংরক্ষণ করে রাখার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।

শুধু ঢাকা কলেজ নয়, দেশের অন্যান্য সব সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি পরিশোধের জন্য ‘নগদ’ এখন সবার প্রথম পছন্দ।

কর্মদিবসে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকের বিল পরিশোধের ঝামেলা দূর করেছে নগদ। একই সঙ্গে সময় ও খরচ সাশ্রয় করতে সারা দেশের চার শতাধিক প্রতিষ্ঠানকে ফি পরিশোধ সেবা দিয়ে আসছে কোম্পানিটি। এই ডিজিটাল ফি পরিশোধ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেতন ব্যবস্থাপনায়ও বাড়তি গতিশীলতা নিয়ে এসেছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মঘণ্টা বাঁচার পাশাপাশি কার্যক্রমে গতিশীলতা এসেছে।

*১৬৭# ডায়াল করে ফি পরিশোধের পদ্ধতি
যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন না, তাদের ফি প্রদানের জন্য *১৬৭# ডায়াল করার পর মেন্যুবার থেকে ৫ নম্বরে বিল পে অপশনে যেতে হবে। সেখানে ৬ নম্বরে থাকা ‘এডুকেশন’ অপশনে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে, প্রতিবার পাঁচটি করে নাম আসবে এবং তালিকায় নিচের দিকে থাকলে ইংরেজি অক্ষর ‘N’ প্রেস করে ঢাকা কলেজের নাম পাওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর পরিচয় সংক্রান্ত কিছু তথ্য দিয়ে সহজেই বিল দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।