ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি: শ্রুতিলেখক চেয়েছে পিএসসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি: শ্রুতিলেখক চেয়েছে পিএসসি

ঢাকা: ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

মঙ্গলবার (২৪ আগস্ট) পিএসসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে বিপিএসসি ফরম-১ এর কপি এবং প্রবেশপত্র, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যায়নপত্র এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপি দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।