ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশে গুণগত শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে একেডিএন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বাংলাদেশে গুণগত শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে একেডিএন ...

ঢাকা: বাংলাদেশ সরকার ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) মধ্যকার ২০১৩ সালে নবায়নকৃত স্বাক্ষরিত সহযোগিতা প্রোটোকলের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে একেডিএন আগা খান একাডেমি নামক একটি আধুনিক গুণগত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার (২২ আগস্ট) আগা খান এডুকেশন সার্ভিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আগা খান সম্প্রতি একটি একক সংস্থা দি আগা খান স্কুলস (একেএস) প্রতিষ্ঠা করেছেন, যা বিশ্বব্যাপী আগা খান একাডেমি এবং আগা খান এডুকেশন সার্ভিসের স্কুলগুলোকে একত্রিত করেছে। এই সংস্থাটি বাংলাদেশে তার ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম দি আগা খান একাডেমিকে ঘিরে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।

আগা খানের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে অলাভজনক আগা খান একাডেমি ঢাকার লক্ষ্য বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, যারা সমস্যা সমাধানে পারদর্শী এবং বিশ্লেষণমুখী চিন্তনে দক্ষতা সম্পন্ন হবেন, যাতে তারা উচ্চতর আন্ত-সংযুক্তিপূরক প্রতিদ্বন্দ্বিতামূলক বৈশ্বিক বিশ্বের কর্মকাণ্ডে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন।

এই নতুন নতুন চাহিদাগুলো বিশ্বব্যাপী গৃহীত ইনটারনেশনাল বেকোলেরিয়েট - আইবি পাঠ্যক্রমের মাধ্যমে অধিকতর শ্রেয় উপায়ে পূরণ করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে খাপ খাইয়ে নেওয়া এবং  অনুসন্ধানমূলক শিক্ষা, গবেষণাকরণ দক্ষতা এবং বিশ্লেষণমুখী চিন্তন বিকাশের ওপর গুরুত্বারোপ করা হবে। আইবি পাঠ্যক্রমে নৈতিকতা, বহুত্ববাদ, উন্নয়নজনিত অর্থনীতি, মুসলিম সভ্যতাসহ অন্যান্য সংস্কৃতি এবং শাসন ও সুশীল সমাজ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন করা ঢাকার আগা খান একাডেমি ১৮ একর ভূমিতে নির্মিত আবাসিক সুবিধাসহ ১২০০ শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের উপযোগী একটি  ক্যাম্পাস হবে। ঢাকার আগা খান একাডেমিটি আগা খান একাডেমির ১৮টি আন্তর্জাতিক নেটওয়ার্কের চতুর্থতম প্রতিষ্ঠান হবে, যা মোম্বাসা (কেনিয়া), হায়দ্রাবাদ (ভারত) এবং ম্যাপুটোতে (মোজাম্বিক) প্রতিষ্ঠিত আগা খান একাডেমির  সাথে সংযুক্ত হবে। একাডেমির ২০২২ সালের জুলাই মাসে প্রথম ধাপে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে বিগত তিন দশকেরও অধিক সময় ধরে একেডিএন অসামান্য শিক্ষাসেবা প্রদানের ক্ষেত্রে ঐতিহ্য অব্যাহত থাকবে।

বর্তমানে আগা খান স্কুল ঢাকায় নথিভুক্ত সকল শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বসুন্ধরায় নির্মিত একাডেমিতে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই লক্ষ্যে আগা খান স্কুল ঢাকার সকল পরিবারের সঙ্গে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অধিকতর জানার জন্য একটি আলোচনা ও পরামর্শমূলক প্রক্রিয়া চলমান রয়েছে। এই চলমান পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের একাডেমিতে ভর্তি ও স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা আগস্ট ২২, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।