ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

সরকারি চাকরিতে বয়স স্থায়ীভাবে ৩২ করার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
সরকারি চাকরিতে বয়স স্থায়ীভাবে ৩২ করার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানিয়েছে একদল চাকরিপ্রত্যাশী।  

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মানিক রিপন।  

তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের প্রায় ২ বছর সময় জীবন থেকে অতিবাহিত হতে চলেছে। তাই করোনাকালীন ক্ষতিপূরণের পাশাপাশি মুজিববর্ষের ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে আমরা বেকার যুবকরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতি ছিল বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনার জীবন যে সময় কেড়ে নিচ্ছে এর চেয়ে বড় বাস্তবতা আর কী হতে পারে। করোনাকালে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের বয়সজনিত ক্ষতি পুষিয়ে নিতে ব্যাকডেট বা বয়স সমন্বয় কোনো কার্যকরী সমাধান নয়। ৩২ বছরে উন্নীত করলে সবাই প্রকৃত ৩০ বছরের সুযোগ পাবে।

দাবি মানা না হলে নতুন করে কর্মসূচি ঘোষণা করার কথা বলা হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।