ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল: ফরম ফিলাপসহ অন্যান্য ফি কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বি এম কলেজের শহীদ মিনার গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আন্দোলনরত অন্যতম দুই সংগঠক বিজন সিকদার ও আসাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তরিকুল ইসলাম শোভনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র নেতা রেজওয়ান রেজা, সাদমান, আল নাহিয়ান, আঁখি আক্তার, সুমাইয়া ইসলাম, রাকিবসহ সন্ত্রাসী হামলার শিকার বিজন সিকদার ও আসাদুজ্জামান প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, বুধবার (১১ আগস্ট) অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সেশন চার্জসহ সব ফি মওকুফের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। পরে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের প্রস্তাব মেনে নেওয়ায় তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে বাসার উদ্দশে ফিরছিলেন। এ সময় আন্দোলনের অন্যতম দুই সংগঠক বিজন সিকদার ও আসাদুজ্জামান কলেজের প্রথম ফটক দিয়ে বের হতে নিলে ২০/২৫ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।  

সমাবেশ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দেন।  

এছাড়া সমাবেশে বক্তারা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার সুষ্ঠু বিচার তদন্ত দাবি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।