ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
জাবির প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার। জাবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পর কোষাধ্যক্ষ পদেও নিয়োগ পেলেন আরেক নারী অধ্যাপক।

মঙ্গলবার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হলো। ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির মেয়াদ পূর্তির পর অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে বাকি মেয়াদ শেষ করতে পারবেন।

কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে অধ্যাপক রাশেদা আখতার বলেন, প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। সবার সহযোগিতায়, আমি সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।