ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ আকরাম হোসেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ আকরাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

অধ্যাপক ড. মো. আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যান ও ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।

সোমবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। আগামী ৩ বছরের জন্য তিনি ওই হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটসের ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনাকে প্রচলিত শর্তে ৩ বছরের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসাবে নিয়োগ দিয়েছেন। আপনার এ নিয়োগ ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।