ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা: বিধি-নিষেধ শিথিল হতে যাওয়ার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দেশনা নেই।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেয়া হয় নাই।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে… তিনি বলেন, না, হয় নেই।

সরকার কী চিন্তা করছে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা আলাপ করছেন কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন জোরদার করছে। যাতে ছাত্রদেরও দেওয়া যায়। এটা শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।

গতবছরের মার্চে দেশে করোনারোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

তবে, সংক্রমণ কমে গেলে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্কুল পর্যায়ের আপাতত এই পরিকল্পনার মধ্যে নেই।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।