ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগাবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগাবে: শিক্ষামন্ত্রী

বরিশাল: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার নেপথ্যে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। তার আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগাবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত সাদাসিধে জীবনের অধিকারী ছিলেন বঙ্গমাতা। ঘর-সংসার, রাজনীতি সব এক হাতে সামলেছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতার আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার।  

ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত এ ওয়েবিনারে সভাপতিত্ব করেন  উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান। আরও বক্তব্য রাখেন- ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ও আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত।

এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমানসহ ববির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধান ও ছাত্রলীগ নেতারা ওয়েবিনারে অংশ নেন।  

শেষে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বঙ্গমাতার জীবন ও কর্ম’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন ববির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিমা আক্তার ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল ফাতাহ্। অনুষ্ঠান সঞ্চালনা করেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএস/এনএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।