ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

এবার ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় ছাত্রজোট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
এবার ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় ছাত্রজোট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার (৭ আগস্ট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দফতর সম্পাদক সালমান সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা বলেন, ২৮ ও ৩১ ধারায় মামলা দেওয়া হয়েছে। এ ধারা দু’টি ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত হানা’ সংক্রান্ত। মানুষের ধর্মীয় অনুভূতি এতই সূক্ষ্ম যে কার কোনো বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে সেটা কীভাবে নির্ধারিত  হবে বা সেটা কে ঠিক করবে এ আইনে এ সম্পর্কে কোনো কথা নেই। তাই এ আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি।  তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল আইনে গ্রেফতারকৃত সবার মুক্তি ও এ আইন বাতিলের দাবি জানান।

ছাত্রজোটের নেতারা বলেন, এ বিতর্কিত আইনে লেখক মুস্তাককে কারাগারে কার্যত হত্যা করা হয়েছে। ঝুমন দাশসহ শিক্ষক-সাংবাদিক- রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এ আইন বাতিলের দাবি জানিয়েছে দেশে, দেশের বাইরে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিবর্গ এবং প্রগতিশীল ও গণতান্ত্রিক সংগঠনগুলো। আন্দোলনের চাপে শাসকগোষ্ঠীর কর্তা ব্যক্তিরা এ আইন সংশোধনের কথা বলেছিলেন। প্রগতিশীল ছাত্রজোট দীর্ঘ দিন ধরে এ আইন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। এ রকম সময়ে এ আইনে আবারও মামলা দেওয়া হলো।

ফেসবুকে ‘দুধ ও মদ বিক্রি’ নিয়ে লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে গত ২ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।