ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আশিক, সম্পাদক মাহী

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আশিক, সম্পাদক মাহী

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।  

কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি করা হয়েছে।

অপরদিকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলাম মাহীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

বুধবার (২৮ জুলাই) দুপুরের দিকে সংগঠনটির আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।  

২২ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে হুমায়ুন কবীর জীবনকে সহ-সভাপতি, রেদওয়ানুল ইসলাম ইমরানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রাসেল মুরাদকে সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া তাবাচ্ছুম অমিকে সহকারী সাংগঠনিক সম্পাদক, মুতাছিম বিল্লাহ রিয়াদকে ট্রেজারার পদে মনোনীত করা হয়।

এছাড়াও সহকারী ট্রেজারার পদে আঁখি আলমগীর, অফিস সম্পাদক পদে তৌহিদ আহমেদ আসিফ, সহকারী অফিস সম্পাদক পদে সাইফুল্লাহ মেহেদী, মিডিয়া অ্যান্ড প্রেস সম্পাদক পদে আজাহারুল ইসলাম মনোনীত হন।

‘ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ক্লাবটি যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব। ২০২০ সালের ১৭ অক্টোবরে যাত্রা শুরু করে। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ইভেন্টে ক্লাবটি বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। ক্লাবটি আত্মউন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম ও ক্যারিয়ার সহায়ক পরামর্শ দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।