ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির নতুন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ২৯, ২০২১
ঢাবির নতুন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন প্রবীর কুমার সরকার। এর আগে তিনি উপাচার্যের সচিব (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

প্রবীর কুমার সরকার ১৯৮৪-৮৫ সেশনে বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগে ভর্তি হন। পরবর্তীতে জগন্নাথ হলের টিভিরুমে ছাদ ভেঙে পড়লে তিনি আহন হন। এরপর ১৯৮৫-৮৬ সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।