ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে অনলাইনে পরীক্ষার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ২৭, ২০২১
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে অনলাইনে পরীক্ষার অনুমোদন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বশরীরে পরীক্ষার পরিবর্তে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি সিন্ডিকেট।
 
বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে রোববার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
এছাড়াও সভায় ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
 
অনলাইনে সভায় যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. মাহবুব হোসেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও সিন্ডিকেট সদস্য আব্দুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব ও সিন্ডিকেট সদস্য এনএম জিয়াউল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সিন্ডিকেট সদস্য আনোয়ার হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ও সিন্ডিকেট সদস্য মো. মইনুল কবির, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
 
সভায় সদস্যরা শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার প্রশংসা করেন এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ডিজিটালি বা অনলাইনে পরীক্ষা নেওয়াকে সমীচীন মনে করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।