ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে অনলাইন ক্লাস-পরীক্ষার নীতিমালা অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৭, ২০২১
পবিপ্রবিতে অনলাইন ক্লাস-পরীক্ষার নীতিমালা অনুমোদন রিজেন্ট বোর্ডের ৪৭তম সভা

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের মহামারি করোনার কারণে সেশনজটমুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা অনুমোদিত হয়েছে।

রোববার (২৭ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পবিপ্রবির জনসংযোগ বিভাগ।

শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালটির কনফারেন্স রুমে রিজেন্ট বোর্ডের ৪৭তম অনুষ্ঠিত্ব সভায় এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।