ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মাদকবিরোধী অভিযান, আটক ৫

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ঢাবিতে মাদকবিরোধী অভিযান, আটক ৫ ঢাবিতে মাদকবিরোধী অভিযান, আটক ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুতে মাদক সংশ্লিষ্টতা পাওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এসব অভিযানে মাদকগ্রহণ ও সরবরাহকারীদের গ্রেফতার করা হচ্ছে।

 

শনিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৫ বহিরাগতকে মাদকসহ আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বাংলানিউজকে বলেন, মাদকের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। আজকে অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।