ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মী, ৩ কক্ষ সিলগালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ঢাবির বন্ধ হলে ছাত্রলীগের নেতাকর্মী, ৩ কক্ষ সিলগালা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানের খবরে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও পত্রিকায় প্রকাশিত তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহবাগ থানার পুলিশ সদস্যরা হলে অভিযান চালায়। এ সময় কাউকে পাওয়া না গেলেও হলের অবস্থান করার আলামত পাওয়ায় ৩০১, ৩০২ ও ৩০৩ নম্বর কক্ষ সিলগালা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বাংলানিউজকে বলেন, করোনার ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রয়েছে। এখানে কারো অবস্থান করার সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এসকেবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।