ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

লকডাউন: জবিতে শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার সময়সীমা বাড়বে

জবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
লকডাউন: জবিতে শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার সময়সীমা বাড়বে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে।

শুক্রবার (২৫ জুন) রাতে বাংলানিউজকে ফোনালাপে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

তিনি বলেন, পরিস্থিতির কারণে সময়সীমা বাড়াতে অসুবিধা নেই। এই পরিস্থিতিতে যতদূর পর্যন্ত নেওয়া যায়, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময়সীমা রয়েছে ২৯ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।