ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সপ্তাহে দু'দিন চলবে ইবির দাপ্তরিক কাজ 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ২০, ২০২১
সপ্তাহে দু'দিন চলবে ইবির দাপ্তরিক কাজ  ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: কুষ্টিয়াসহ পুরো খুলনা অঞ্চলে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় ও কুষ্টিয়ায় আরোপিত লকডাউনের কারণে সপ্তাহে দুই দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত সংখ্যক লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে। রবি ও বুধবার পূর্বের সময়সূচি অনুসারে গাড়িগুলো চলাচল করবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে।  

এছাড়াও কোনো বিভাগ/অফিসের জরুরি কোনো কাজের প্রয়োজন থাকলে তারা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।