ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সরাসরি পরীক্ষায় শতভাগ উপস্থিতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ২০, ২০২১
ঢাবিতে সরাসরি পরীক্ষায় শতভাগ উপস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষায় শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

রোববার (২০ জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা কলাভবনে অনুষ্ঠিত হয়।

 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বাংলানিউজকে বলেন, পরীক্ষার্থী ৮১ জনই অংশগ্রহণ করে। সাধারণ সময়ে যেখানে দুই-তিনজন পরীক্ষার্থী অংশগ্রহণ না করে থাকে সেখানে করোনার সময়ে শতভাগ উপস্থিতি আশাব্যঞ্জক। বিভাগের উদ্যোগে যাদের আবাসন সমস্যা ছিল তাদের বিষয়টি দেখেছি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ২০, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।