ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ববির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট রেহানা পারভীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ববির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট রেহানা পারভীন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা আবাসিক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন।  

সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. রেহানা পারভীন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ রয়েছে।  

নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন বলেন, শেখ হাসিনা হলের ছাত্রীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি।  

হলে সুন্দর পরিবেশ এবং থাকা-খাওয়াসহ সব কিছুর মানোন্নয়নের চেষ্টা করবেন তিনি।

বাংলা‌দেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।