ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০২১
জবির অ্যাকাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম মো. শফিকুল ইসলাম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে।  

রোববার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১৪ জুন পূর্ণ হবে বিধায় জবির আইন- ২০০৫ এর ২৪(২) এর ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।  

এ আদেশ ১৫ জুন থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।