ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে অনার্স ভর্তির ৪র্থ মনোনয়ন ও ৩য় মাইগ্রেশন তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২
জবিতে অনার্স ভর্তির ৪র্থ মনোনয়ন ও ৩য় মাইগ্রেশন তালিকা প্রকাশ

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদভুক্ত সম্মান শ্রেণীর ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের মেধানুসারে ৪র্থ মনোনয়ন তালিকা ও ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ৩য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ৪র্থ মনোনয়ন ও ৩য় মাইগ্রেশনের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের ভর্তি ও মাইগ্রেশন ১৫ ফেব্র“য়ারি, ২০১২ তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ‘বি’ ইউনিটের ৪র্থ মনোনয়ন ও ৩য় মাইগ্রেশনের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের ভর্তি ও মাইগ্রেশন ০৯ ফেব্র“য়ারি, ২০১২ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website--এ (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে। উল্লিখিত তারিখের পর ভর্তি ও মাইগ্রেশন সংক্রান্ত আর কোন সুপারিশ গ্রহণ করা হবে না।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।