ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটি শেষে ইবির অফিস খুলছে শনিবার

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ১১, ২০২১
গ্রীষ্মকালীন ছুটি শেষে ইবির অফিস খুলছে শনিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল শনিবার (১২ জুন) থেকে খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসগুলো। স্বাস্থ্যবিধি মেনে চলবে প্রশাসনিক সেবা।

শুক্রবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এছাড়া আগামী ১৯ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অনার্স-মাস্টার্সের আটকে থাকা ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ২ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ও গত ৯ জুন ছুটি শেষ হয়। বৃহস্পতিবার (১০ জুন) ও শুক্রবার (১১ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।