ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ৮, ২০২১
আইইউবিএটিতে ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আইইউবিএটিতে ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতা।

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র ডিবেটিং ক্লাব ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি কর্তৃক আয়োজিত ন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ইংরেজি সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (৪ জুন) রাত ৯ টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি সেগমেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

এছাড়াও ডিএফআইর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এ অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

প্রতিযোগিতায় অসাধারণ বক্তব্যের জন্য চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন মির্জাপুর ক্যাডেট কলেজের রাইক জামান। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের ফাবলিহা জুবায়দা আলম হন প্রথম রানারআপ এবং ব্রাক ইউনিভার্সিটির মোহাইমিনুল সোলায়মান নিকোলাস হন দ্বিতীয় রানারআপ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব প্রধান অতিথি হিসেবে বলেন, বর্তমান সময়ে এই তরুন প্রজন্মের কন্ঠস্বরই আমাদের নতুন যুগের সূচনা ঘটাবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজয় লাল বসু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. লুতফর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মমতাজুর রহমান, সহকারী অধ্যাপক আবু তাহের মোহাম্মদ সিরাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আল আমীন শিকদার শিহাব।

সহযোগী অধ্যাপক মো ফরহাদ হোসাইন, সহযোগী অধ্যাপক লুলু আল মারজান, ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রাইসুল  ইসলাম রাতুল ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি বিচারকের দায়িত্ব পালন করেন। সঞ্চালনায় ছিলেন ডিবেটিং ফোরাম অব আইইউবিএটির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী শিমুল।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ডিবেটিং ফোরাম অব আইইউবিএটির কো-অর্ডিনেটর এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর সাদেকুল ইসলাম।

প্রতিযোগিতায় ৫৫টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।