ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসির ফরম পূরণের সময় আবার বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
এসএসসির ফরম পূরণের সময় আবার বাড়লো

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী জরিমানা ছাড়া শনিবার (২৯ মে) এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হয়েছে। তবে আগামী ৫ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই ফরম পূরণের সুযোগ পাবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানিয়ে সব স্কুল–কলেজ প্রধানদের চিঠি পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে ঢাকা বোর্ড।

চিঠিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন।

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত এপ্রিলের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত এসএসসির ফরম পূরণের সময় দেওয়া শিক্ষার্থীদের। সে সময় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান বিধিনিষেধের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। পরে দ্বিতীয় দফায় ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এখন আবার সে সময় বাড়ানো হলো।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।