ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

অনিয়ম-দুর্নীতির তদন্ত স্থগিত চেয়ে বেরোবি উপাচার্যের রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২৭, ২০২১
অনিয়ম-দুর্নীতির তদন্ত স্থগিত চেয়ে বেরোবি উপাচার্যের রিট

ঢাকা: অনিয়ম-দুর্নীতি তদন্ত কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চালানো এ তদন্ত কাজের ওপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনের বিষয়টি বৃহস্পতিবার (২৭ মে) নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. শহিদুল ইসলাম।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।  

আইনজীবী শহীদুল ইসলাম জানান, কমিটির কাছে হাজির হতে সময় চেয়ে ভিসি কলিমউল্লাহর আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।  

এ আইনজীবীর মতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করা বা তদন্ত শেষ করা ন্যাচারাল জাস্টিসের মধ্যে পড়ে না। এটি সংবিধানের ৩১ ধারার পরিপন্থি।

বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ৪৫ অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য ও কমিটির প্রধান প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সিনিয়র সহকারী সচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন এবং ইউজিসির সদস্য ও তদন্ত কমিটির সদস্য প্রফেসর ড. আবু তাহের ১৪ মার্চ ক্যাম্পাসে যান।

শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে উপাচার্যের বিরুদ্ধে ৪৫টি অভিযোগ করেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দুটি ১০তলা ভবন ও একটি স্মৃতিস্তম্ভের নির্মাণকাজে উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসির আরেকটি সরেজমিন তদন্ত কমিটি। এজন্য উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৭, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।