ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির হলে থাকবে না গণরুম, নিয়ম মেনে ওঠানো হবে ছাত্রী 

জবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ২৬, ২০২১
জবির হলে থাকবে না গণরুম, নিয়ম মেনে ওঠানো হবে ছাত্রী 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নিয়মকানুন মেনেই ছাত্রী ওঠানো হবে। এছাড়াও হলে থাকবে না কোনো গণরুম।

মঙ্গলবার (২৫ মে) বাংলানিউজকে এ তথ্য জানান ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম।  

সিটবণ্টনের বিষয়ে প্রভোস্ট জানান, নিয়ম মেনেই শিক্ষার্থীদের হলে তোলা হবে। থাকবে না গণরুম। যে কয়টা সিট থাকবে ঠিক সে কয়জনকেই হলে তোলা হবে। সিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য পাবে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তবে অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্যও সুযোগ থাকবে।

দেশে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা ঘুচিয়ে গত ২০ অক্টোবর, ২০২০ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।