ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বুয়েটে ফাহাদ হত্যা: আজীবন বহিষ্কৃত বিটুর অনলাইন ক্লাসে অংশগ্রহণ!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৫, ২০২১
বুয়েটে ফাহাদ হত্যা: আজীবন বহিষ্কৃত বিটুর অনলাইন ক্লাসে অংশগ্রহণ! ...

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে মারার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু অনলাইন ক্লাসে অংশ নিয়েছেন। এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারকে চিঠি দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আন্দোলনের মুখে ফুটেজ দেখে ডিসেম্বরের ১ তারিখ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন ২৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে। তালিকায় ১৭ নম্বর ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু।

বুয়েট প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের আদেশের কপি সম্বলিত গত ২৪ ফেব্রুয়ারি ক্লাসে অংশগ্রহণ করার অনুমতি চেয়ে আবেদন করেন বিটু। পরে ৪ এপ্রিল এটি গৃহীত হয় এবং ২২ মে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেন তিনি।

এসময় শিক্ষার্থীরা ক্লাস না করা, ক্যাম্পাস শেয়ার না করার কথা জানিয়ে ফের বহিষ্কারের দাবিতে চিঠি দেয়। এ বিষয়ে জানতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশনা নিয়ে সে ক্লাসে অংশগ্রহণ করেছে। বহিষ্কৃত শিক্ষার্থী কিভাবে ক্লাসে অংশগ্রহণ করে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশনা ত সবাইকে মানতে হবে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।