ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

হাফিজুরের মৃত্যু নিয়ে ঢাবির তদন্ত কমিটি গঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মে ২৪, ২০২১
হাফিজুরের মৃত্যু নিয়ে ঢাবির তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুরের মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে ঢাকা মেডিকেলে মর্গ থেকে হাফিজুরের গলাকাটা লাশ শনাক্ত করা হয়। এটি হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন. আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছি দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। হাফিজের অস্বাভাবিক মৃত্যুতে শোক প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসকেবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।