ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুর পুলিশ লাইনস স্কুলে ভুল প্রশ্নপত্র বিলি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

রংপুর: এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে বুধবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে।

এই স্কুলের ২০১২ সালের পরীক্ষার্থীদের ২০১১ সালে প্রশ্নপত্র বিলি করা হয়েছে।

এ ঘটনায় অভিভাবক এবং পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, এ স্কুল থেকে ২০১২ সালে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ১৭ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের প্রশ্নপত্র বিলি করা হয়।

প্রশ্ন পাওয়ার পর তারা প্রায় ১ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর করেন। পরে তারা বিষয়টি শিক্ষকদের জানালে শিক্ষকরা কেন্দ্রসচিব রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান আপেলের সঙ্গে যোগাযোগ করে তার স্কুলে যান। কিন্তু, কেন্দ্রসচিব তাদের সেখান থেকে বের করে দেন। এরপর পুলিশ লাইনস স্কুল কলেজ কর্তৃপক্ষ দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ ড. এমএ জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘১৭ জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে এ সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে ৪ জন ছাত্রছাত্রী এ সমস্যা কাটিয়ে উঠেছেন। বাকি ১৩ জনের ব্যাপারে আমরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। ’

কেন্দ্রসচিব মিজানুর রহমান বলেন, ‘আমি সঠিক প্রশ্নপত্র বিলি করেছি। কিন্তু, যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন, তারা বিলি করতে ভুল করেছেন। সেই ভুলের খেসারত দিয়েছে তাদের স্কুলের পরীক্ষার্থীরা। এখানে আমার করার কিছু নেই। ’

তিনি বলেন, ‘বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশের অপরাধে আমি তাদের বের কের দিয়েছি। ’

এদিকে, পরীক্ষার্থী অমিত বণিক (রোল ৮০৭০৪৩) ও আলি আহসান (রোল ৮০৭০৪৬) বাংলানিউজের কাছে অভিযোগ করেন, ‘আমরা ২০১২ সালের সিলেবাস অনুযায়ী পড়াশুনা করেছি। কিন্তু আমাদের দেওয়া হয়েছে ২০১১ সালের প্রশ্নপত্র। বিষয়টি শিক্ষকদের জানালে তারা গুরুত্ব দেননি। ’

এ ছাড়া অভিভাবকরাও অভিযোগ করেন, এ সমস্যার সমাধান না হলে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হবে। বলে তারা জানান।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।