ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
বাংলাদেশ ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার শুরু

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার।

বুধবার সকালে ইউনিভার্সিটির মোহাম্মদপুরের নিজস্ব ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ইঞ্জিনিয়ার এমএ গোলাম দস্তগীর।



তিনি জানন, এবারের অ্যাডমিশন ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবে।

এ ছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের প্রধান প্রফেসর ড, গোলাম মোস্তফা, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা কামাল উদ্দিন, গণিত বিভাগের প্রধান প্রফেসর মো. আব্দুল হান্নান, সোসিওলোজি বিভাগের প্রধান ড. এনামুল আজীজ সহ শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা।

উল্লেখ্য, ফেয়ার চলাকালীন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।