ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় অধ্যাপক হলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মে ৬, ২০২১
জাতীয় অধ্যাপক হলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: একজন শিক্ষক এবং দু’জন চিকিৎসাবিদকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উক্ত শিক্ষা বিভাগ বুধবার (০৫ মে) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

প্রফেসর এমিরেটাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বারডেম) প্রফেসর ডা. এ কে আজাদ খান এবং বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির প্রেসিডেন্ট এবং গ্যাস্ট্রোলিভার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মাহমুদ হাসানকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিদ্ধান্তমালা, ১৯৮৯ অনুযায়ী তিনজন বিশিষ্ট ব্যক্তিকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক নিয়োগ করা হলো।

নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্তমালা, ১৯৮১ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।