ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): হৃদরোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে যশোরের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে থাকতেন। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার নাবারণ গ্রামে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করায় মেহেদীকে সাইকেলে করে যশোরের স্থানীয় এক হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে সাইকেল থেকে পড়ে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে শুনেছি। ’

মেহেদী হাসানের ছোট ভাই মোহাম্মদ সোহাগ হাসান জানান, ‘বেশ কিছুদিন ধরে মেহেদীর হার্টে সমস্যা দেখা দেয়। চিকিৎসক তার হার্টে রিং পরানোর পরামর্শ দেন। কিন্তু করোনা মহামারির কারণে সুযোগ হয়ে উঠেনি। মঙ্গলবার সকালে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হার্টঅ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেন। ’

মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মেহেদী হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মেহেদী হাসানের অকাল প্রয়াণ তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবারের একটি উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে গেলো। তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শোকাহত। ’

অন্যদিকে, পৃথক শোকবার্তায় সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন সুলতানা মেহেদী হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।