ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঢাকা ত্যাগে নিষেধাজ্ঞা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
জবির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঢাকা ত্যাগে নিষেধাজ্ঞা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঢাকা ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় তাদেরকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪-০৪-২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ বা দপ্তরসমূহ খােলা রাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সকল বিভাগ দপ্তর ছাড়াও জরুরি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নিরাপত্তা, পরিবহণসহ অন্যান্য ইনস্টিটিউট বা দপ্তর প্রয়ােজনীয় জনবল দ্বারা সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত আকারে খােলা রাখতে হবে।

এর আগে রোববার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে উপাচর্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রক্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সকল ধরনের অন-লাইন কার্যক্রম চালু রাখার জন্য বলা হয়।

এছাড়া সরকারের জারী করা নির্দেশ পালন করার কথাও জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।