ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়লো, পরীক্ষা ১৫ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়লো, পরীক্ষা ১৫ অক্টোবর

ঢাকা: চাকরিপ্রার্থীদের দাবির মুখে ৪৩তম বিসিএসের আবেদনের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার চূড়ান্ত তারিখও পেছানো হয়েছে।

সরকারি কর্ম কমিশন সোমবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, আবেদন জমা দেওয়ার সময় ৩১ মার্চের পরিবর্তে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হলো।

করোনায় ক্লাস-পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রার্থীদের আবেদন ও এরআগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে আবেদনের তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা থাকলেও এখন তা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।