ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মাস্টার ক্লাস অন ক্রিটিক্যাল রাইটিং ফর সিনেমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
মাস্টার ক্লাস অন ক্রিটিক্যাল রাইটিং ফর সিনেমা

সিনেমার চিরযুবা জ্যাঁ-লুক গদার একদা বলেছিলেন– “কাইয়ে দ্যু সিনেমা“ পত্রিকায় লিখা সিনেমা বানানোরই সামিল। বিভিন্ন উপাদান সহযোগে রান্নাতে যেমন স্বাদ আনা হয়, তেমনি নানান শিল্প উপাদান একত্রিত করে বিশেষ শিল্প সৃষ্টির স্বাদ কেবল রসিকজনেই বুঝে।

ভরতমুণির নাট্যশাস্ত্রের একথা সিনেমার জন্য যথাযথ।  

সিনেমার ক্রিটিক্যাল রাইটিং মূলত চলচ্চিত্র আস্বাদনেরই একটি বিশ্লেষনাত্মক প্রায়োগিক প্রক্রিয়া। যার জন্য প্রশিক্ষণ ও সংস্কৃকি চর্চা দুটিরই সমান গুরুত্ব। তৃপ্তি আস্বাদনের প্রথম ধাপ। যে অভিজ্ঞতাকে আমরা ধরে রাখতে চাই আর বার বার পেতে চাই তাই হলো তৃপ্তি। একটি চলচ্চিত্র বার বার দেখার মধ্য দিয়ে আস্বাদনের প্রথম ধাপের সূচনা। যার মূলে থাকবে নান্দনিক অভিজ্ঞতার অভিযোজন। তখনই সমালোচক তার বুদ্ধিদীপ্ত পর্যালোচনার মাধ্যমে দর্শক মনের নান্দনিক বোধগুলিকে জাগিয়ে তোলেন। দর্শক হয়ে ওঠেন রসিকজন। এর আগে অবশ্য চলচ্চিত্র সাংবাদিক, চলচ্চিত্র রিভিউকার চলচ্চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দর্শকের কাছে পৌঁছে দেন।  

সিনেমায় কি আছে, কি নেই, কি থাকলে ভালো হতো, কি থাকা উচিৎ নয় সহ নানাবিধ তার্কিক প্রয়াসের বস্তুনিষ্ঠ আলোচনার পাঠ্যক্রম নিয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার এবারের অনলাইন আয়োজন “মাষ্টার ক্লাস অন ক্রিটিক্যাল রাইটিং ফর সিনেমা“, যেখানে মূলত চলচ্চিত্র সমালোচনা, চলচ্চিত্র সাংবাদিকতা ও ফিল্ম রিভিউ বিষয়ের আলোকপাত করা হবে। আর থাকবে চলচ্চিত্র প্রদর্শণ ও বিশ্লেষণ। আর হাতে-কলমে মুন্সিয়ানা দেখানোর পরীক্ষা।  

কর্মশালাটি পরিচালনা করবেন উপমহাদেশের বিশিষ্ঠ চলচ্চিত্র সমালোচক, সাংবদিক ও লেখক ডক্টর সোমা চট্টোপাধ্যায়। চলচ্চিত্র সমালোচনায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ডক্টর সোমা দীর্ঘ্য দিন যাবত চলচ্চিত্র সমালোচনা, সাংবাদিকতার পাশাপশি বিভিন্ন ফিল্ম স্কুলে পড়ান। ভারতের বিভিন্ন চলচ্চিত্র দিকপালদের ওপর উল্ল্যেখযোগ্য অনেক গ্রন্থ রচনা করেছেন তিনি। এখনও সমসাময়িক ধারায় চলচ্চিত্র নিয়ে লিখে যাচ্ছেন আর বলে যাচ্ছেন অবিরাম।  

চলচ্চিত্রে উপার্যন, উপাসনা কিংবা উদ্দেশ্যমূলকভাবে চলচ্চিত্র লেখা-লেখির যাত্রায় যুক্ত হতে আজই রেজিস্ট্রেশন করুন।  

কর্মশালা শেষে অংশগ্রহনকারীরা পাবেন কর্মশালা সংশ্লিষ্ট প্রেজেন্টেশন, নোটস, রেকর্ডেড অডিও ফাইল ও ই-সার্টিফিকেট।  

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থীরা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া - এর অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/iafm.edu.bd/) থেকে কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।  

প্রয়োজনে যোগাযোগ, মোবাইল: ০১৭৩২৯৮৮০৭৯, ০১৭৯৭০৯৯৫৪৫

ইভেন্ট পেইজ লিংক -  https://www.facebook.com/events/436829470915529/ 

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।