ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১০ ছাত্র।

 

বুধবার (২৪ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

ছাত্ররা জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক ছাত্র ও বাইরের মেসে বসবাসকারী দুই ছাত্রের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বুধবার (২৪ মার্চ) বিকেলে মেসে থাকা কয়েকজন ছাত্র ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নিতে গেলে আবাসিক হলের ছাত্ররা তাদের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ ছাত্র আহত হন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

আহতদের উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
  
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।