ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেবে অগ্রণী ব্যাংক 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
ইবি শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেবে অগ্রণী ব্যাংক 

ইবি: সাত শতাংশ সুদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সর্বোচ্চ ৬০ হাজার টাকা শিক্ষা ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ ঋণ দিয়ে শিক্ষার্থীরা ল্যাপটপ, ডেস্কটপসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ক্রয় করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এ ঋণ পাবে।  

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে স্ব স্ব বিভাগকে শিক্ষার্থীদের ঋণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেজিস্ট্রার।

ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৭০৪ তম সভায় ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদাতা নীতিমালা অনুযায়ী দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রযুক্তি সুবিধা দিতে এই আর্থিক সুবিধা দেওয়া হবে।

শিক্ষার্থীরা ল্যাপটপ, ডেস্কটপ, প্রশিক্ষণসহ অন্যান্য সুবিধা প্রাপ্তিতে এ আর্থিক সহায়তা পাবে।  

অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদান নীতিমালা প্রস্তাবটি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এই ঋণের আওতায় থাকবে।

সাত শতাংশ সরল সুদে সর্বোচ্চ চার বছরে মাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা চার বছর, তৃতীয় বর্ষের তিন বছর ও চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের শিক্ষার্থীদের দুই বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

এছাড়াও এ ঋণ পেতে হলে শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট শাখা প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের এ শিক্ষা ঋণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।