ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু ...

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার এক দশক পর যাত্রা শুরু করলো ‘বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব’।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সভাপতি ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সঙ্গে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্যদের এক বৈঠক শেষে সোমবার (২২ মার্চ) আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ।

ক্লাবের উপদেষ্টারা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাখাওয়াত হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান রহমান সাকিব, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাবিরা আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম সুমন।  

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মো. ইমদাদুল হক (ইমু), কোষাধ্যক্ষ পদে উপকূল ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের শেখ শাহনেওয়াজ জিমি, দপ্তর সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. সাহাবুদ্দিন, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিজ্ঞান বিভাগের আহাদুল ইসলাম ফাহিম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সৈয়দা সানজিদা ফেরদৌস জেবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সজীব ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের আল আমিন হোসেন রোহান ও অনুষদ সমন্বয়ক পদে পরিসংখ্যান বিভাগের নাহিদুল ইসলাম সিফাত।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।