ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

মেহেরপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
মেহেরপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

সেহেরপুর স্থানীয় সরকার বিভাগ (ডিডি এলজি) উপ-পরিচালক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুহম্মদ মুনসুর আলম খান।  

এ সময় সহকারী কমিশনার মাশতুরা আমিনাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।