ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আখতার-আকরাম-বাকী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আখতার-আকরাম-বাকী ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আখতার-আকরাম-বাকী।

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হযেছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হযেছেন আবদুল্লাহ হিল বাকী।

বুধবার (১৭ মার্চ) রাতে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাদিয়া ইসলাম মুনা, আসিফ মাহমুদ ও মো. রাসেল। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, মো. মোয়াজ্জেম হোসেন ও মিজানুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক. মো. যুবায়ের আল মাহমুদ। দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইব্রাহীম নাফিস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরেফা তাসনীম, নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সহ-প্রচার ও প্রকাশনা এহসানুল মাহবুব জুবায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ জাহান তানিম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আল আমিন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।