ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নতুন পিডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নতুন পিডি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (পিডি) হয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ এহসান উল্লাহ খান।

রোববার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম নঈম গোলাম মুক্তাদিরকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টের পরিচালক নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন আবুল খায়ের মোহাম্মদ আমিনুল আজীম। এজন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ডিপার্টমেন্টের বর্তমান পরিচালক ক্যাপ্টেন এম নজরুল ইসলামকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।