ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’ পেলো ববির গবেষণা টিম ...

বরিশাল: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম অর্জন করেছে ‘বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১১-১৩ মার্চ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর আয়োজনে ৩ দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 
কনফারেন্সের মূল থিম ছিল ‘ইনোভেশন ফর টুমোরো’।

আন্তর্জাতিক এ কনফারেন্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো খোরশেদ আলম এর গবেষণা টিম থেকে ২টি অ্যাবস্ট্রাক্ট গৃহীত হয়। যার মধ্যে একটি ড. মো. খোরশেদ আলম নিজে উপস্থাপন করেন এবং পোস্টারটি তার থিসিস শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপন করেন।  

১৭৫টি পোস্টারের মধ্যে বিচারকরা গবেষণাকর্মটির অরিজিনালিটি বিবেচনায় তিনটিকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর রহমান উপস্থাপিত পোস্টারটি ২য় বেস্ট পোস্টার আওয়ার্ডের জন্য নির্বাচিত হয়।  

গবেষষণা প্রকল্পটিতে ড. মো. খোরশেদ আলম ও টিমের অন্য সদস্যরা ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম কাড়াল যুক্ত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চেীধুরী নওফেল, বিসিএসআইআর চেয়ারম্যান এবং কনফারেন্স চেয়ার প্রফেসর ড. আফতাব আলী শেখের কাছ থেকে গবেষণা টিমের প্রধান হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ড. মো. খোরশেদ আলম।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ববির গবেষণা টিমের এ সফলতার জন্য টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রাপ্তি শিক্ষার্থীদের মনোবলকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং এ অর্জন অন্যদের অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।