ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির সিন্ডিকেট সভায় সেই তিন শিক্ষকের শাস্তি বহাল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঢাবির সিন্ডিকেট সভায় সেই তিন শিক্ষকের শাস্তি বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয়: পরীক্ষার খাতায় অসংগতিপূর্ণ নম্বর দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষককে শৃঙ্খলা পরিষদের দেওয়া শাস্তি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

রোববার (২৮ ফেব্রুয়ার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

 

শাস্তি পাওয়া তিন শিক্ষক হলেন- অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা।  

গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়। সিন্ডিকেটের দু’জন সদস্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে এ রকম কোনও অভিযোগ নেই। আমি জানি না।

অধ্যাপক ড. গোলাম আজম বাংলানিউজকে বলেন, আমি জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালক হতাম। কিন্তু আমাকে দেওয়া হয়নি। যার কারণে আদালতে মামলা করি। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাকে লিখিতভাবে কোনও কিছুই অবহিত করা হয়নি। তবে মৌখিক অভিযোগ ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।