ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে আবৃত্তি সংসদের আয়োজনে 'চেতনায় একুশ' অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
জবিতে আবৃত্তি সংসদের আয়োজনে 'চেতনায় একুশ' অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে 'চেতনায় একুশ' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় অনলাইনে এ অনুষ্ঠানটি হয়।

 

অনুষ্ঠানে আবৃত্তি সংসদের সভাপতি সায়মুন পাভেলের সভাপতিত্বে এবং জবিআসের সাধারণ সম্পাদক নোমান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপনা উপদেষ্টা  কামরুল ইসলাম জুয়েল। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।

আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নোমান হাসান বলেন, আমরা মূলত 'চেতনায় একুশ' শীর্ষক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্বশরীরে করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ থাকার ফলে অনলাইনে করেছি। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত স্বশরীরে ক্যাম্পাসে করতে পারবো।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।