ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসংখ্যা বাড়ানোর অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসংখ্যা বাড়ানোর অনুরোধ

ঢাকা: সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসংখ্যা বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন সে দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে গবেষণা সম্পাদন, শিক্ষার্থী বিনিময় কার্যক্রম ও বাংলাদেশি শিক্ষক নিয়োগের আহ্বান জানান তিনি।

সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরে অবস্থিত কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর ফালেহ আর আল-সেলামির সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানায়।

কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর ফালেহ আর আল-সেলামি রাষ্ট্রদূতের প্রস্তাবে স্বাগত জানিয়ে বলেন, তার বিশ্ববিদ্যালয় এ সকল বিষয়ে আগ্রহী এবং এ বিষয়ে অর্থায়নসহ সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

রেক্টর আরও জানান, এ বিশ্ববিদ্যালয় দেশি-বিদেশি সকলের জন্য উন্মুক্ত বিধায় মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন ও ডিপ্লোমা কোর্সেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭ জন বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। এছাড়া কয়েকজন বাংলাদেশি শিক্ষকও এখানে অধ্যাপনা করছেন। কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের ২৯টি অনুষদে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যার মধ্যে ৬০ শতাংশ নারী শিক্ষার্থী।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আভা চেম্বার অব কমার্সের মহাসচিব ড. রিয়াদ এ. আল-ওগরানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও আমদানি রপ্তানি বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। রাষ্ট্রদূত কোভিড মহামারির সময়ে ও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি শতকরা ৫ ভাগের অধিক উল্লেখ করে বাংলাদেশকে বিনিয়োগের জন্য অপার সুযোগের দেশ হিসেবে উল্লেখ করেন।

আভা চেম্বারের মহাসচিব পর্যটন, শিল্প পার্ক, ম্যানুফ্যাকচারিং, সিরামিক ইত্যাদি সম্ভাবনাময় খাতে বাংলাদেশের একক ও যৌথ বিনিয়োগকে স্বাগত জানান। মহাসচিব বাংলাদেশি ব্যবসায়ীদের সৌদি আরবে সরাসরি বিনিয়োগ অথবা জেনারেল সেলস এজেন্ট নিয়োগের মাধ্যমে আমদানি রপ্তানি বৃদ্ধির পরামর্শ দেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আসির প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আব্দুল আজিজ আল-মগলুদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত এ সময় এ অঞ্চলে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।

পুলিশ প্রধান এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের বিষয়ে উল্লেখ করে তাদের সৌদি আরবে আগমনের পূর্বে ভালো করে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত এ সময় প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে কাজ করতে আসা গৃহকর্মীদের প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান।

এসব বৈঠকে জেদ্দার দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও রিয়াদ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।