ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির দুই হলে নতুন প্রভোস্ট

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
জাবির দুই হলে নতুন প্রভোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল কবির হিমেলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ও প্রাণিবিদ্যা বিভাগের তাহমিনা আফরোজকে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ ও হোসনে আরার মেয়াদ শেষ হওয়ায় তাদের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রয়ারি ২৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।